Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ থাকবে : মেয়র সাঈদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ১৪ জুলাই ২০১৯

প্রিন্ট:

রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ থাকবে : মেয়র সাঈদ

ঢাকা : রাজধানীর ঢাকার তিনটি রাস্তায় রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ থাকবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই ঢাকার অবৈধ রিকশার বিরুদ্ধে উচ্ছেদাভিযান শুরু হবে।

রোববার সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে রিকশা মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান মেয়র। সভায় রিকশা চালকের বেশ কয়েকটি সংগঠন ও মালিকদের কয়েকটি সংগঠনের নেতারা অংশ নেন।

আলোচনা সভায় ঢাকার জানযট নিরসনে মেয়র রিকশা মালিক শ্রমিকদের সহযোগিতা চান, এসময় তাদেঁর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। মেয়র আরও জানান, যেসব রাস্তায় রিকশা বন্ধ করা হয়েছে, খুব শিগগিরই সেসব এলকায় অন্তত ২০টি বাস নামানো হবে, এবং যাত্রীদের সুবিধার্থে প্রয়োজন মতো বাস স্টপেজ নির্মাণ করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer