Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৩ আগস্ট ২০২১

প্রিন্ট:

রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ৩ সেপ্টেম্বরের মধ্যে এসব কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে রয়টার্সকে অ্যানাটলি অ্যান্তোনভ বলেন, রাশিয়ার এই ২৪ কূটনীতিকের ভিসার মেয়াদ সম্প্রতি শেষ হবে। মেয়াদ শেষ হলে তাদের সবাইকে ৩ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ওয়াশিংটন ভিসা দিতে চাচ্ছে না। তারা এ প্রক্রিয়াটিকে আরও কঠোর করে দিয়েছে। ফলে আমাদের পক্ষে নতুন কাউকে এই ২৪ জনের স্থলাভিষিক্ত করা সম্ভব হচ্ছে না।

তবে রাশিয়ার এমন অভিযোগের পরও মুখ খোলেনি ওয়াশিংটন। এ বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি তারা।

বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে অনেক দিন ধরেই মতভেদ রয়েছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়। বাইডেন দায়িত্ব নেওয়ার পর এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ হিসেবে অভিহিত করেছিলেন। তার এ মন্তব্যে ভীষণভাবে চটে যায় ক্রেমলিন।

রয়টার্সকে রুশ রাষ্ট্রদূত অ্যানাটলি আরও বলেন, আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সাধারণ বোধ-বিবেচনা জাগ্রত হবে। আশা করি, দুই দেশের কূটনীতিকদের জীবন স্বাভাবিক করতে তারা আমাদের সাহায্য করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer