Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রাশিয়ার নাগরিকত্ব পেলেন স্নোডেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

রাশিয়ার নাগরিকত্ব পেলেন স্নোডেন

মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁস করে দেওয়া এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সোমবার স্নোডেনের নাগরিকত্ব মঞ্জুর করে একটি ডিক্রিতে সই করেছেন পুতিন।

ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক এ কর্মকর্তা ২০১৩ সালে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে বিশ্বে আলোড়ন তোলেন। এরপর দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনে তাতে মার্কিন আইন অনুযায়ী তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কয়েকবছর ধরেই গুপ্তচরবৃত্তির অভিযোগে ফৌজদারি বিচারের জন্য স্নোডেনের হস্তান্তর চেয়ে আসছে। রাশিয়া ২০২০ সালে স্নোডেনকে সেদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়। এবার তিনি দেশটির নাগরিকত্ব পেলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer