Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রামেক করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২১ জুন ২০২১

প্রিন্ট:

রামেক করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

এদের মধ্য চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন বাসিন্দা রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃতদের মধ্য ছয়জন মারা গেছেন করোনা পজিটিভ হয়ে, বাকি ছয়জনের ছিল উপসর্গ। করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন একজন।

হসপাতালটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন। এ নিয়ে হাসপাতালের করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০২ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৩৪ জন।

হাসপাতালের দুটি আরটি-পিসিআর ল্যাবে গেল ২৪ ঘণ্টায় ৪৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্য করোনায় আক্রান্ত পাওয়া গেছে ২০৬ জন; যার শতকরা ৪৩ দশমিক ১৯ শতাংশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer