Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রাবিতে বিকেল ৩টার পর প্রবেশে নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ৪ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

রাবিতে বিকেল ৩টার পর প্রবেশে নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীসহ সবার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সম্প্রতি নিষেধাজ্ঞার নোটিশটি বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে টাঙানো হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে প্রশাসন বলছে, ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ফটকগুলোতে ঝোলানো ওই নোটিশে লেখা আছে, ‘করোনাজনিত কারণে বিকেল ৩টার পর থেকে শিক্ষার্থীসহ বহিরাগত ও দর্শনার্থী কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।’

নোটিশটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল ৩টার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে শিক্ষার্থীদের কারো জরুরি প্রয়োজন থাকলে গেটম্যানকে আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। আমি গেটম্যানকে নির্দেশনা দিয়ে দিয়েছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer