Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ৯ জুলাই ২০২০

প্রিন্ট:

রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শুটিং হলেই বেড়ে যায় বহিরাগত মানুষের আনাগোনা। এছাড়া এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অফিসও খোলা থাকে সরকারি অফিস টাইমের পরও। সব মিলিয়ে প্রয়োজনে-অপ্রয়োজনে সন্ধ্যার পরও মানুষের যাতায়াত চলতে থাকে এখানে।

সবকিছু নিয়মে বাঁধতেই নতুন পদক্ষেপ নিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। এখন রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ। চলচ্চিত্রে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে এফডিসি কর্তৃপক্ষ বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছে।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এফডিসি কর্তৃপক্ষ ও সেখানকার সংগঠনের নেতাদের সকলেই সিদ্ধান্তে এসেছেন শুটিং, ডাবিং বা কাজ ছাড়া বিনা কারণে কেউ রাত ৮টার পর এফডিসিতে ঢুকতে বা অবস্থান করতে পারবেন না।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer