Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

রাজীবের পরিবারকে ৬০ দিনের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২০ জুন ২০১৯

প্রিন্ট:

রাজীবের পরিবারকে ৬০ দিনের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ

ঢাকা : রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানোর মারা যাওয়া রাজিবের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর মধ্যে ২৫ লাখ টাকা দেবে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি ও বাকি ২৫ লাখ দিতে হবে স্বজন পরিবহন কর্তৃপক্ষকে।বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদেশে ড্রাইভিং লাইসেন্স দেয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট ও চোখের পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

২০১৮ সালের এপ্রিল মাসে সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি বাস ও স্বজন পরিবহনের একটি বাসের বেপরোয়া গতির মুখে পড়ে হাত হারান তিতুমীর কলেজের ডিগ্রীর শিক্ষার্থী রাজীব হোসেন (২২)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer