Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রাজাপুরে ক্যাজুয়াল প্রশ্নপত্র দিয়ে রেগুলার জেএসসি পরীক্ষা

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৩ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজাপুরে ক্যাজুয়াল প্রশ্নপত্র দিয়ে রেগুলার জেএসসি পরীক্ষা

ফাইল ছবি

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার প্রথম দিনের বাংলা পরীক্ষায় উপজেলার বাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার এস জি এস মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষায় অংশ নেয় নাজমুল হাসান। তার রোল ১৪৪৩৬৫ ও রেজিস্ট্রেশন নম্বর ১৮১৫৬৭৬৩৪০। সে উপজেলার বাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় সবাইকে ২০১৮ সালের সেট ০১ প্রশ্নপত্র দেওয়া হলেও নাজমুল হাসানকে দেওয়া হয় ২০১৭ সালের প্রশ্ন। নিয়মানুযায়ী এ প্রশ্ন দেওয়ার কথা এ বছরের ক্যাজুয়াল পরীক্ষর্থীদের।

নাজমুল পরীক্ষা দিয়ে বাসায় ফিরলে তার অভিভাবকদের কাছে বিষয়টি ধরা পড়ে। অভিভাবকরা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

এ বিষয়ে উপজেলা জেএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব আমির খসরু হিরা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনাসাপেক্ষ পরবর্তী পদক্ষপ নেওয়া হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer