Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রাজশাহীতে শুরু দুই বাংলার লিটল ম্যাগাজিন সম্মেলন `চিহ্নমেলা`

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৭ অক্টোবর ২০২২

প্রিন্ট:

রাজশাহীতে শুরু দুই বাংলার লিটল ম্যাগাজিন সম্মেলন `চিহ্নমেলা`

অবশেষে আজ থেকে শুরু হতে চলেছে চিহ্নমেলা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। ‘চিহ্নমেলা মুক্তবাঙলা ২০২২ ’ নামে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করছে লিটল ম্যাগাজিন চিহ্ন। খবর আজকাল’র।

প্রতিবার মার্চে এই মেলা অনুষ্ঠিত হয়। করোনা আবহের কারণে পিছিয়ে এই বছরে অক্টোবরেই তা অনুষ্ঠিত হচ্ছে। মেলার উদ্বোধন করবেন লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ। চলতি বছরে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার। চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন। চিহ্ন লিটলম্যাগ সম্মাননা পাচ্ছে চট্টগ্রামের লিটল ম্যাগাজিন তৃতীয় চোখ ও ভারতের লিটল ম্যাগাজিন নৌকো।

চিহ্নমেলা উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক ও চিহ্ন সম্পাদক শহীদ ইকবাল জানান, শোভাযাত্রার মাধ্যমে সোমবার শুরু হবে এই মেলা। মেলায় দেশ-বিদেশের ২০০-র বেশি লিটল ম্যাগাজিন এবং পাঁচশোর বেশি লেখক, পাঠক ও সম্পাদকের সমাবেশ ঘটবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer