Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

রাজধানীতে যে এলাকাগুলো কোভিড-১৯ রোগে সর্বাধিক আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ২৬ মে ২০২০

প্রিন্ট:

রাজধানীতে যে এলাকাগুলো কোভিড-১৯ রোগে সর্বাধিক আক্রান্ত

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫২২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৬৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৬ হাজার ৭৫১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন। যা সারা দেশের মোট আক্রান্তের ৫৪ দশমিক ২ ভাগ। অপরদিকে ঢাকা জেলায় মোট আক্রান্ত হয়েছে ৬১৭ জন।

মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

রাজধানীতে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে মহাখালীতে ৩৩৭ জন। এর পরই যাত্রাবাড়ীতে ৩০৭ জন, মুগদাতে ২৯৫ জন, কাকরাইলে ২৯৮ জন, মোহাম্মদপুরে ২৮০ জন, রাজারবাগে ২১৩ জন, মিরপুরে ২০৭ জন, উত্তরাতে ২১১ জন, তেজগাঁওতে ১৭৭ জন, মগবাজারে ১৯৭ জন, খিলগাঁওতে ১৫০ জন, লালবাগে ১৬২ জন, মালিবাগে ১৩১ জন, বাবুবাজারে ১৪৩ জন, বাড্ডায় ১২৭ জন, ধানমণ্ডিতে ১৪৯ জন, গেণ্ডারিয়াতে ১০৮ জন, বংশালে ৯৯ জন, ওয়ারীতে ৯৪ জন, শ্যামলীতে ৮৩ জন, শাহবাগে ৮৪ জন, বাসাবোতে ৮৮ জন, চকবাজারে ৭৯ জন, গুলশানে ৯১ জন, জুরাইনে ৫৩ জন, স্বামীবাগে ৫৭ জন, হাজারীবাগে ৭৯ জন রোগী শনাক্ত হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ৩৬ হাজার ৭৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer