Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রবীন্দ্রজয়ন্তী: কুষ্টিয়ায় ৪ দিনের উৎসব শুরু রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৭ মে ২০২২

প্রিন্ট:

রবীন্দ্রজয়ন্তী: কুষ্টিয়ায় ৪ দিনের উৎসব শুরু রোববার

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে কুষ্টিয়ার শিলাইদহেও চলছে জাতীয় অনুষ্ঠানের প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপ।

২৫ বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালনে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে চলছে প্রস্তুতি। বিশ্ব কবির স্মৃতি বিজড়িত জিনিসপত্র রঙের পাশাপাশি পরিষ্কার করতে ব্যস্ত শ্রমিকরা। চলছে শিল্পীদের জন্য প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজও।

সব প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়া কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদান কুমার ও কুষ্টিয়া কাস্টোডিয়ান প্রত্নতত্ত্ব অধিদফতর মো. মোখলেসুর রহমান।

কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠান ৮ মে থেকে ১১ মে পর্যন্ত চলবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer