Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

‘রপ্তানি বন্ধ করে অনুতপ্ত ভারত, তবুও আসেনি পেঁয়াজের ট্রাক’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

‘রপ্তানি বন্ধ করে অনুতপ্ত ভারত, তবুও আসেনি পেঁয়াজের ট্রাক’

আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তবে ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত অনুতপ্ত হলেও গেল দু’দিনে দেশে ঢোকেনি আগের এলসির একটি ট্রাকও। পুর্বের খোলা এলসির বিপরীতে দেশের অন্যতম স্থলবন্দর যশোরের বেনাপোলে শতাধিক, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫শ`, দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় ২শ` ট্রাক পেঁয়াজ বোঝাই করে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে আটকে রয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ভারত সরকার স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢোকার শর্তসাপেক্ষে অনুমতি দিলেও এখনো পর্যন্ত একটি ট্রাকও বাংলাদেশে প্রবেশ করেনি।

এদিকে, চট্টগ্রামে ২৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বিশ্বের ৬টি দেশ থেকে সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য চট্টগ্রামের ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কাঁচামাল আমদানির অনুমোদনকারী প্রতিষ্ঠান উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের সহকারী পরিচালক ড. মো. আসাদুজ্জামান বুলবুল।

বিদেশ থেকে পেঁয়াজ আনা শুরু হলে দেশের বাজারে দাম কমে যাবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

গত ১৪ সেপ্টের থেকে গত বছরের মতো কোন নোটিশ ছাড়াই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer