Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ পরিশোধে নতুন সুবিধা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ পরিশোধে নতুন সুবিধা

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ পরিশোধে নতুন সুবিধা দিয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আগে ইডিএফ ঋণের সব অর্থ একবারে পরিশোধ করতে হতো। এখন কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নীতিমালা জা‌রি ক‌রে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়ে‌ছে।

নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ঋণের দায় আংশিকভাবে পরিশোধের সুযোগ পাবেন রপ্তানিকারকরা। ঋণের মেয়াদকালে সর্বোচ্চ দুই বার আংশিক পরিশোধ করা যাবে। অবশিষ্ট দায় ঋণের মেয়াদকালীন সময়ের মধ্যে একবারে পরিশোধ করতে হবে। এই প্রক্রিয়ার তিন বারে ঋণের পুরো দায় পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক ইডিএফ থেকে রপ্তানিকারকদের উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন করে থাকে। ইডিএফ ঋণের মেয়াদ ১৮০ দিন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে সময় আরও ৯০ দিন বাড়ানো যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer