Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রপ্তানি আয়ে রেকর্ড দেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ৩ জুলাই ২০২২

প্রিন্ট:

রপ্তানি আয়ে রেকর্ড দেশের

 

সদ্য সমাপ্ত অর্থ বছরে রপ্তানি আয়ে দেশ রেকর্ড সৃষ্টি করেছে। ২০২১-২০২২ অর্থ বছরে ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। আজ এ পরিসংখ্যান প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থ বছরের চেয়ে যা ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্র ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলার।

গত অর্থ বছরে প্রধান পণ্য তৈরির পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি। এদিকে অর্থ বছরের শেষ মাস জুনে একক মাসে রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer