Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

যৌনদাসী না হয়ে মৃত্যুকেই আলিঙ্গন করল মসুলের ২৫০ নারী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪২, ২২ এপ্রিল ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যৌনদাসী না হয়ে মৃত্যুকেই আলিঙ্গন করল মসুলের ২৫০ নারী

ঢাকা : ইরাকের মসুলে যৌনদাসী হতে রাজি না হওয়ায় ২৫০ নারীকে হত্যা করল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখবর জানিয়ে বলেছে, ওই নারীদের অল্প সময়ের জন্য আইএস জঙ্গিদের বিয়ে করার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে সাড়া না দেয়ায় পরিবারের সদস্যসহ নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা।

কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র মামুজিনি সংবাদমাধ্যমকে বলেন, আইএস মসুল দখল পর থেকে সেখানকার নারীদের বাছাই করা আরম্ভ করে এবং তাদের সন্ত্রাসীদের সঙ্গে বিয়ে করতে বলপ্রয়োগ করে। এবং যারা বিয়ে করতে অস্বীকৃতি জানায়, তাদের হত্যা করা হয়।

তিনি বলেন, ‘যৌন জিহাদের রীতি মেনে না নেওয়ায় অন্তত ২৫০ মেয়েকে হত্যা করেছে আইএস এবং কখনো কখনো তাদের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়।’

প্যাট্রিওটিক ইউনিয়ন কুর্দিস্তানের (পিইউকে) কর্মকর্তা ঘায়াস সুর্চি বলেন, আইএস যেখানে দখলদারিত্ব চালিয়েছে, সেখানেই মানবাধিকার লঙ্ঘন করেছে। মসুলে কোনো নারী একা বাইরে যেতে পারতেন না এবং কেউ স্বামী বেছে নিতে পারতেন না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer