Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

যৌথভাবে টিকা উৎপাদনে শিগগিরই চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ২ আগস্ট ২০২১

প্রিন্ট:

যৌথভাবে টিকা উৎপাদনে শিগগিরই চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী

যৌথভাবে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে শিগগিরই চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সিনোফার্মের মধ্যে এই চুক্তি হবে।

সোমবার দুপুরে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খসড়া চুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। চুক্তি অনুসারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাল্ক আকারে ভ্যাকসিন পাবে। পরে তারা ভ্যাকসিন বোতলজাত, লেবেলিং ও ফিনিশিংয়ের কাজ করবে।

শিগগিরই এই কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, কাজ শুরুর পর দুই মাস সময় লাগবে শেষ করতে। দেরি হলে সময়ের অপচয় হবে। সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনা টিকা পেতে বাণিজ্যিক চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্যেই চীন থেকে ৭০ লাখ টিকা দেশে এসেছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১৪ হাজার ৮৪৪ জনের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer