Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

যেন না থাকে মননে

মুহাম্মদ সামছুল ইসলাম

প্রকাশিত: ১৫:০৭, ৮ জুন ২০২০

প্রিন্ট:

যেন না থাকে মননে

সামান্য জ্বর সর্দি হলেই আতংক ধরে মনে
আরো যদি থাকে তার হাঁচি আর কাঁশি সনে,
গলা ব্যাথা ও শ্বাস কষ্ট বাড়াায় মনে ভয়
মরণ যেন খুব কাছে নিত্য তাই মনে হয়।

কর্ম শেষে ক্লান্ত কর্মবীরেরা ফিরে আসে বাড়ি
সোনামনিদের বায়না জড়িয়ে ধরবে তাড়াতাড়ি,
প্রিয়ার পরশ মাখেনা কেউ গায়ে বহু দিন
স্বাস্থ্য বিধিতে সব মানা ভালবাসাও মলিন।

ভাই বোন বন্ধু স্বজন আসেনা বাড়ি বেড়াতে
বাচ্চারা ও যাই না বাইরে পড়তে ও খেলতে,
অফিস আদালতে স্বাস্থ্যবিধির খুব কড়াকড়ি
জীবনে দেখা হয়নি প্রকৃতির এমন বাড়াবাড়ি।

আপন জনের লাশ ফেলে চলে যায় রাস্তায়
করেনাকালে কেউ বাড়ায় না হাত আস্থায়
সব যে হয়ে যায় এক্কেবারে অচেনা এলেমেলো
মানবতা আজ অন্ধকারে যেন মিলিয়ে গেলো।

বিশ্বের দেশে দেশে সবকিছু হয়ে গেছে অস্থির
অর্থনীতিতে ভাটা আছে নেই যে খবর স্বস্থির
সামাজিক আস্থায় বিরাজমান ভয়ঙ্কর ভঙুরতা
সবকিছুতেই চলছে অস্বাবিক অসহ্য নিরবতা।

জীবন নাকি জীবিকা এখন এই দুয়ের দ্বন্ধ
এর কোন নেই উত্তর কপাল যে ভাই মন্দ,
মানুষজন ফিরতে উদগ্রীব স্বাভাবিক জীবনে
সচেতন হই আতংক যেন না থাকে মননে।

মুহাম্মদ সামছুল ইসলাম: চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট, চাঁদপুর।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer