Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

যে কারণে পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ করেছেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৬ অক্টোবর ২০২০

প্রিন্ট:

যে কারণে পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ করেছেন ট্রাম্প

জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত নিকি হ্যালি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সরকারকে সামরিক সাহায্যের জন্য যে আর্থিক অনুদান দিতেন তা বন্ধ করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেসব অর্থ উগ্রবাদী জঙ্গি মদদে ব্যয় করেছে। 

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্যে ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে ইন্ডিয়ান ভয়েসেস ফর ট্রাম্প সংগঠন এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন হ্যালি। 

নিকি হ্যালি বলেন, মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানকে সামরিকভাবে আরো উন্নত করতে চেয়েছিলেন। সে লক্ষ্যে বিলিয়ন বিলিয়ন ডলার তাদের অনুদান দিয়েছেন। কিন্তু সেই অর্থ জঙ্গিবাদের মদদে খরচ করেছে পাকিস্তানিরা। যারা পরবর্তীতে আমাদের সেনাদেরই হত্যা করেছে। বর্তমানে সেই অনুদান বন্ধ করে দিয়েছেন তিনি।

এনডিটিভি বলছে, গত কয়েকবছর ধরেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদ মদদের অভিযোগ তুলে আসছে মার্কিন প্রশাসন। ২০১৮ সালে দমনে জঙ্গিবাদ ব্যর্থতার দায়ে দেশটিকে ৩০ কোটি ডলার সামরিক অনুদান না দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। সেই থেকে পাকিস্তানকে আর্থিক সহায়তা দেয়নি ট্রাম্প প্রশাসন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer