Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

যুদ্ধাপরাধের দায়ে হবিগঞ্জের শফির মৃত্যুদণ্ড, অপর তিনজনের কারাদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ৩০ জুন ২০২২

আপডেট: ১৩:৩১, ৩০ জুন ২০২২

প্রিন্ট:

যুদ্ধাপরাধের দায়ে হবিগঞ্জের শফির মৃত্যুদণ্ড, অপর তিনজনের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের এক আসামির মৃত্যুদণ্ড এবং তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অপর তিন আসামি মো. তাজুল ইসলাম ওরফে খোকন, জাহেদ মিয়া, ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামি সাব্বির আহমেদকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে মাওলানা শফি উদ্দিন ও সাব্বির আহমেদ পলাতক।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, তারা রায়ে সন্তুষ্ট।

মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু হয়, যা শেষ হয় ২০১৮ সালের ২১ মার্চ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer