Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

‘যুদ্ধ চাই না, তবে হামলা প্রতিহতের সক্ষমতা থাকতে হবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৮ জুন ২০২০

প্রিন্ট:

‘যুদ্ধ চাই না, তবে হামলা প্রতিহতের সক্ষমতা থাকতে হবে’

বাংলাদেশ যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ হামলা করতে চাইলে তা প্রতিহত করার সক্ষমতা থাকতে হবে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা `সংগ্রাম` এর কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন করোনার ধাক্কা, একটি বড় আঘাত।তিনি বলেন, সমুদ্র সীমা ও এর সম্পদ রক্ষায় আরও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে নৌবাহিনীকে।

এ সময় করোনা থেকে নিজেদের সুরক্ষিত রেখে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান।

করোনা পরিস্থিতি সত্ত্বেও শান্তি ফেরাতে জাতিসংঘের আহ্বানে সাড়া দেয়ার দায়িত্বে বাংলাদেশ কখনো পিছপা হবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সংঘাত নয়, শান্তি চায় বাংলাদেশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer