Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্য ও ভ্রমণ সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্য ও ভ্রমণ সতর্কতা

যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশে অবস্থানরত তার দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্য ও ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে। বুধবার (২১ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।

স্বাস্থ্য ও ভ্রমণ সতর্কবার্তা গুলো হলো: 

-দেশজুড়ে অব্যাহত লকডাউন এবং ফ্লাইট সীমিতকরণের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। 

-করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

-তাছাড়া, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বিভিন্ন শর্তসাপেক্ষে সীমিত আকারে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান পরিচালনার ঘোষণা দিয়েছে। 

-যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বাংলাদেশ সরকারের সকল আইন ও স্থানীয় সরকারের সকল অধ্যাদেশ অনুসরণ করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস ও তার নাগরিকদের জন্য প্রাত্যহিক সেবা কার্যক্রম লকডাউনের সময়সীমা পর্যন্ত বন্ধ থাকবে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবা কার্যক্রমে সাক্ষাতের জন্য ইতোমধ্যে নির্ধারিত সময়সূচী পুনঃনির্ধারণ করা হবে। তাৎক্ষণিক বা জরুরি সেবার জন্য সাক্ষাৎ সূচি নির্ধারণের অনুরোধ জানাতে [email protected] ঠিকানায় ইমেইল করতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer