Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আহত ৬ পুলিশ কর্মকর্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৫ আগস্ট ২০১৯

আপডেট: ১২:০৫, ১৫ আগস্ট ২০১৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আহত ৬ পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, বুধবার বিকালে স্থানীয় সময় সাড়ে ৪টার দিকে নাইসটাউন-টিয়াগো আবাসিক এলাকার এক বাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। এখনও ওই বন্দুকধারী আত্মসমর্পণ করেনি।

নাইসটাউন-টিয়াগো এলাকায় মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা। তখন ওই বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুই পুলিশসহ কয়েকজন ব্যক্তি ওই বাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করেছে সোয়াট টিম। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকধারী ওই বাড়িতে অবস্থান করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

এক টুইটবার্তায় ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার রিচার্ড রস জানিয়েছেন, ওই বাড়িতে বন্দুকধারীর সঙ্গে যে কর্মকর্তারা এবং অন্য বন্দিরা আটকা পড়েছিলেন, তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer