Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রে একদিনে ৬৩৭৮ উড়ান ছাড়তে বিলম্ব, বাতিল ৯১২ উড়ান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ৮ আগস্ট ২০২২

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে একদিনে ৬৩৭৮ উড়ান ছাড়তে বিলম্ব, বাতিল ৯১২ উড়ান

যুক্তরাষ্ট্রে রবিবার একদিনেই ৬ হাজার ৩৭৮টি উড়ান ছাড়তে বিলম্ব হয়েছে। একই সাথে ৯১২টি উড়ান বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য উদ্ধৃত করে সোমবার এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

আমেরিকার সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া, কর্মী সংকট ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উড়ান চলাচল ব্যাহত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার শিকাগোতে ভারি বৃষ্টি হয়েছে রবিবার। যার জেরে শিকাগো ও`হারারের উড়ান বেশি বাতিল হয়েছে। তাদের প্রায় ১২ শতাংশ উড়ান বাতিল হয়েছে। ৪০ শতাংশের বেশি উড়ানে বিলম্ব হয়েছে।

শিকাগোতে বন্যার সতর্কতা সংকেতও জারি করা হয়েছে। আমেরিকায় প্রতিদিনই শত শত উড়ান বাতিল করা হচ্ছে। এর আগে শনিবার ৬৫৭ উড়ান বাতিল হয়েছে। বিলম্ব হয়েছে ৭ হাজার ২৬৭টি উড়ানে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer