Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ৬ জুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ৩ জুন ২০২০

প্রিন্ট:

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ৬ জুন

যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরাতে ৬ জুন বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

বুধবার নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার এয়ারওয়েজের মাধ্যমে এই চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে। তবে যাত্রার তারিখ জরুরি প্রয়োজনে পরিবর্তন হতে পারে।ন্যূনতম সংখ্যক যাত্রীর টিকিট ক্রয় সাপেক্ষে নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ৬ জুন দ্বিতীয়বারের মতো বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে।

বিশেষ এ ফ্লাইটটির নির্ধারিত সময় অরেক্স অ্যাভিয়েশন লিমিটেড যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেবে। এ ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস টিকিটের মূল্য আনুমানিক দুই হাজার মার্কিন ডলার হতে পারে।

বিশেষ ফ্লাইটে নিজ খরচে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের আগামী ৪ জুনের মধ্যে ঢাকার অরেক্স অ্যাভিয়েশন লিমিটেডের অনলাইন পোর্টাল galaxyaviationbd.com এর মাধ্যমে রেজিস্ট্রেশন ও টিকিট কেনার মাধ্যমে বিশেষ ফ্লাইটে আসন বুকিং দেয়ার অনুরোধ করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer