Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র গেলেন মিলার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ১০ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যুক্তরাষ্ট্র গেলেন মিলার

ঢাকা :ঢাকায় দায়িত্ব নেয়ার ১ মাস ১০ দিনের মাথায় ওয়াশিংটনে গেলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বুধবার নিজ দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মার্কিন পররাষ্ট্র দফতরের জরুরি আলোচনা বা কনসালটেশনের জন্য নতুন বছরের শুরুর দিকে রাষ্ট্রদূতকে ডাকা হতে পারে। সেখানে আমেরিকান রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনও রয়েছে।

এছাড়া বাংলাদেশের সঙ্গে ‘রাজনৈতিক আলোচনা’র কর্মসূচিও রয়েছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আগামী ২২ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ডেভিড হ্যালের সঙ্গে তার এ বৈঠকের সূচি নির্ধারণ রয়েছে।

ঢাকায় মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হয়ে গত বছরের ২৯ নভেম্বররাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন আর্ল রবার্ট মিলার। এর আগে ১৮ নভেম্বর ঢাকায় আসেন বাংলাদেশে নবনিযুক্ত এ মার্কিন রাষ্ট্রদূত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer