Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

যাত্রীবাহী নৌ-যান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ২৭ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

যাত্রীবাহী নৌ-যান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

ঢাকা : কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই খাদ্যভাতা, সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে যাত্রীবাহী নৌ-যান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে `নৌ-যান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ`।

বুধবার দুপুরে বাংলাদেশ নৌ-যান শ্রমিক লীগের সভাপতি ও নৌ-যান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ওমর ফারুক গণমাধ্যমকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রম মন্ত্রণালয়ের আশ্বাস ও চরমোনাই পীর সাহেবের মাহফিলের কথা বিবেচনা করে এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, ‘বরিশালে চরমোনাই পীরের মাহফিলে অংশ গ্রহণে সুবিধা এবং শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। যাত্রীবাহী নৌ-যান চলাচল করবে, তবে মালবাহী নৌ-যানে কর্মবিরতি চলবে।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer