Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

যশোরের মাঠে সেনাবাহিনী

কাজী রকিবুল ইসলাম, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যশোরের মাঠে সেনাবাহিনী

যশোর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই যশোর নড়াইল ও মাগুরার বিভিন্ন পয়েন্টে বেশ কিছু গাড়িতে এ অভিযান চালায় তারা।

সেনাবাহিনীর সদস্যরা এদিন সকাল থেকেই যশোর শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা মনিহার ও নিউমার্কেট এলাকার সড়কে গাড়ির লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালায়।

এছাড়া নড়াইল ও মাগুরার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে কার্যক্রম চালাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এটিকে নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা সংক্রান্ত সাধারণ তল্লাশি ও চেকপোস্ট বলা হচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর থেকে সারাদেশে ২৫ হাজার সেনা মেতায়েন করা হয়েছে। প্রতি জেলায় ৪৪০ জন সেনা সদস্য কাজ করবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer