Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই মেলা শুরু

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই মেলা শুরু

ছবি : বহুমাত্রিক.কম

যশোর : “কৈশোর তারুণ্যে বই” এই শ্লোগানে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী বই মেলা। কৈশোর তারুণ্যে বই এর উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের হলরুমে এ মেলার উদ্বোধন করেন প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ শিক্ষকবৃন্দ।

ক্লাসরুমের পাশে আয়োজিত এ বই মেলায় শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভীড়। তারা সকলে নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হওয়ার পাশপাশি নানা বিষয়ের বই ক্রয় করে।

বই মেলায় ১০টি প্রকাশনা সংস্থা ষ্টল দিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ বই মেলা। এ মেলায় অংশ নেয়া প্রকাশনী সংস্থাগুলো দেশের বিখ্যাত লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বই রেখেছেন তাদের স্টলে।

বইগুলোর মধ্যে রয়েছে গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞান, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন লেখকের লেখা নানা ধরনের বই।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer