Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারের দুর্ব্যবহারে কেঁদে ফেললেন সালমা

কাজী রকিবুল ইসলাম,যশোর

প্রকাশিত: ১৯:৫০, ১৬ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যশোর জেনারেল হাসপাতালে ডাক্তারের দুর্ব্যবহারে কেঁদে ফেললেন সালমা

ফাইল ছবি

যশোর : যশোর জেনারেল হাসপাতালের ডাক্তাররের বিরুদ্ধে রোগী ও রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমুসপুর গ্রামে বখতিয়ার শেখের স্ত্রী সামলা বেগম শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে আসেন। টিকিট কেটে (যার নম্বর ৪৭১০৮/০৮) ১১৩ নম্বর কক্ষে গাইনি ডাক্তার যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক প্রকাশ চন্দ্র মজুমদারের নিকট যান।

সালাম বেগম জানান, ইতোপূর্বে সিজারিয়ানের সময় তার সন্তান মারা যায়। তারপর থেকে পিঠে ও তলপেটে প্রচন্ড ব্যাথা। যার কারণে তিনি ডাক্তার দেখাতে আসেন।
এসময় ডাক্তার প্রকাশ চন্দ্র মজুমদার সালমাকে অভয়নগর হাসপাতালে না গিয়ে যশোরে কেন আসলেন তা নিয়ে রীতিমত দুর্ব্যবহার করতে থাকেন।  গরীবদের কোন চিকিৎসা দেয়া ঠিক না, তাদের স্বামী তাড়িয়ে দেয় ইত্যাদি বাজে কথা বলে দুই একটি ওষুধ লিখে তাড়াতাড়ি বের করে দেন।

একই ভাবে শনিবার যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার হামিদা, বাঘারপাড়ার রেখা, মণিরামপুরের তাসফিয়ার সাথে ডাক্তার প্রকাশ চন্দ্র মজুমদার দুর্ব্যবহার করেছেন।
সালমা ডাক্তারের কক্ষ থেকে বের হয়ে স্বজনদের সামনে কেঁদে ফেলেন।

এভাবে দীর্ঘদিন ধনে ডাক্তার প্রকাশ চন্দ্র মজুমদার আইট ডোরে রোগী দেখতে এসেই রোগী বা রোগীর স্বজনদের দুর্ব্যবহার করে আসছেন।

এ ব্যাপারে ডাক্তার প্রকাশ চন্দ্র মজুমদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer