Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

যবিপ্রবি কর্মকর্তা সমিতির নেতৃত্বে কামরুল হাসান ও হেলালুল ইসলাম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৫, ২৭ নভেম্বর ২০২১

প্রিন্ট:

যবিপ্রবি কর্মকর্তা সমিতির নেতৃত্বে কামরুল হাসান ও হেলালুল ইসলাম

যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এ.টি.এম. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) মোঃ হেলালুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।

ভোট গণনা শেষে আজ শনিবার বিকেলে এই ফলাফল ঘোষণা করেন কর্মকর্তা সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ জাহাঙ্গীর কবির। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে সকাল পৌনে ১০টাা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৭ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ভোটের ফলাফলে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এ.টি.এম. কামরুল হাসান ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সহ-সভাপতি পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হন নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুস সাকিব।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেকনিক্যাল অফিসার মোঃ জাহিদ হাসান পান ৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) মোঃ হেলালুল ইসলাম ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতি প্রতিদ্বন্দ্বী সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আব্দুর রশিদ পেয়েছেন ৩৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহকারী প্রকৌশলী (পরিবহন) মোঃ শাহেদ রেজা।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী পরিচালক (হিসাব) মোঃ শরিফুল ইসলাম পেয়েছেন ৩১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহকারী পরিচালক (বাজেট) রাজু আহম্মেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী ডাটাবেজ প্রোগ্রামার এস.এম. ওয়ালিউজ্জামান পেয়েছেন ৩২ ভোট। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ রকিব উদ্দীন সিদ্দিকী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ সাইফুর রহমান। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ আব্দুল ওয়াহাব। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন উপ-গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস ৭০ ভোট, টেকনিক্যাল অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ৫৬ ভোট ও সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ সাজ্জাদুল আলম ৫১ ভোট।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer