Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

যথা সময়েই ই-পাসপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১৯ আগস্ট ২০১৯

প্রিন্ট:

যথা সময়েই ই-পাসপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যথা সময়েই ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) ব্যবস্থা চালু করা হবে।তিনি বলেন, আমরা যথা সময়ে ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

মন্ত্রী রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে সুশাসন নিশ্চিত করেছে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করছে।কামাল বলেন, সরকার বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের জন্য আরো সুবিধা বাড়ানোর ব্যাপারে বিবেচনা করছে।

এ সময় বাংলাদেশে প্রবাসীদের আরো বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষের সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।

এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এম. সোহায়েল হোসেন খানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer