Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

যতীন সরকারকে সম্মাননা দিলো ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২৫ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

যতীন সরকারকে সম্মাননা দিলো  ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়

ঢাকা : ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা ও নজরুলসঙ্গীতে বিশেষ অবদানের জন্য অধ্যাপক যতীন সরকারসহ ৪ গুণীজনকে সম্মাননা দিয়েছে।

শুক্রবার ১১৯তম নজরুলজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে তাদের সম্মাননা প্রদান করা হয়।

নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেয়া হয় দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার ও আবু হেনা আবদুল আউয়াল এবং নজরুলসঙ্গীতে সম্মাননা দেয়া হয় নজরুল সঙ্গীতশিল্পী এম এ মান্নান ও মালা রায়কে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের শিক্ষক নুসরাত শারমিন তানিয়া ও মাজাহারুল হোসেন তোকদারের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, গুণীদের সম্মাননা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার সম্মানিত ও গর্বিত বোধ করছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer