Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্ম-এর টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ১৯ জুন ২০২১

প্রিন্ট:

ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্ম-এর টিকাদান শুরু

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান মেডিকেল কলেজের ছাত্রদের মাঝে টিকা প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করেন। যারা ১ম ডোজ অ্যাস্ট্রোজেনিকা টিকা নিয়েছেন তারা সিনোফার্মের টিকা প্রহণ করতে পারবেন না। কেবলমাত্র যারা পূর্বে কোন টিকা নেন নি, তারা সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সিনোফার্মের টিকা নিতে পারবেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে দেবনাথ জানান, আমরা অল্প সংখ্যক টিকা পেয়েছি তাই প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে। এরপর ময়মনসিংহে অবস্থানকারী বিদেশী নাগরিক, বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীসহ অন্যান্য ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ২হাজার ২শত শিক্ষার্থীদের আজ থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা রয়েছে। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer