Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ময়মনসিংহ নগরীতে এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ২৩ জুন ২০২১

প্রিন্ট:

ময়মনসিংহ নগরীতে এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা-জরিমানা

ছবি- বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা সনাক্তকরণে চিরুনি অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার নগরীর এবি গুহ রোড, বাঘমারা এবং নতুন বাজার এলাকার নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করে। ডেঙ্গুর বংশ বিস্তার রোধে প্রতি তিন দিনে জমে থাকা পানি ফেলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন মেয়র টিটু।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় উপস্থিত মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে দেবনাথ জানান, এ মৌসুমে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে অন্যান্য কার্যক্রমের সাথে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে আরো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারী ইন্সপেক্টর জাভেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer