Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

ময়মননিসংহের সাথে পণ্য আমদানি-রপ্তানি করতে চায় নেপাল

মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:০২, ৩ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

ময়মননিসংহের সাথে পণ্য আমদানি-রপ্তানি করতে চায় নেপাল

ছবি- বহুমাত্রিক.কম

বাংলাদেশ-নেপাল ব্যবসায়ী সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা বিষয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র এর সাথে ২ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের ব্যবসায়ীদের সাথে আগামী দিনে নানা পণ্য আমদানি-রপ্তানীর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন নেপালের রাষ্ট্রদূত।

সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহার সঞ্চালনে অনুষ্ঠানে নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব এবং বিভিন্ন ব্যবসায়িক-সামাজিক-নাগরিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer