Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মৌসুমি বায়ু সক্রিয় : রোববার থেকে অঝোর ধারায় বৃষ্টির সম্ভাবনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ২১ জুন ২০১৯

প্রিন্ট:

মৌসুমি বায়ু সক্রিয় : রোববার থেকে অঝোর ধারায় বৃষ্টির সম্ভাবনা

ঢাকা : মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে।

এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুন্দ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু সারা দেশে সক্রিয় থাকলেও লঘুচাপের প্রভাবে বৃষ্টি কম হচ্ছে। এই লঘুচাপের প্রভাবে সারা দেশেই গরম বাড়ছে। তবে রোববার থেকেই সারা দেশে অঝোর ধারায় বৃষ্টি নামবে।

আবাহাওয়ার খবরে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিং, চট্টগ্রাম ও সিলেট বিভাগর অনেক জায়গায়; ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু`এক জায়গায় আস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer