Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মেয়র জুয়েল

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৫, ২২ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ২৩:৫৫, ২২ সেপ্টেম্বর ২০১৮

প্রিন্ট:

মৌলভীবাজারের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মেয়র জুয়েল

-মেয়র মোঃ জুয়েল আহমেদ

মৌলভীবাজার : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগীতা-২০১৮ এর মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ট বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।

গত বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সাতটি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিতরা সাক্ষাত পর্বে অংশ নেন। সাক্ষাত পর্ব শেষে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী হিসাবে মোঃ জুয়েল আহমেদের নাম বাছাই করা হয়।

কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে গত কয়েক বছর ধরে ব্যক্তিগত ছাড়াও বিভিন্ন সরকারী পর্যায়ের আর্থিক অনুদানের মাধ্যমে সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুয়েল আহমদ শিক্ষা উপকরণ, বৃক্ষরোপণ, শহীদ মিনার, খেলাধুলার সরঞ্জাম, গরিব শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান, দেয়াল সংস্কারসহ নানা কাজে আর্থিক সহযোগীতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer