Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

মৌলভীবাজার পৌরসভার ২০২০-২১ সালের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ২৪ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৯:০১, ২৪ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

মৌলভীবাজার পৌরসভার ২০২০-২১ সালের বাজেট ঘোষণা

নতুন কোন কর আরোপ ছাড়াই আয়-ব্যয় সমান রেখে মৌলভীবাজার পৌরসভার ২০২০-২০২১ সালের ৯৭ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা সভাকক্ষে পৌর মেয়র মো. ফজলুর রহমান স্থানীয় সাংবাদিকদের সামনে এ বাজেট উপস্থাপন করেন। এ সময় পৌরসভার নয়টি ওয়ার্ডের পৌর কাউন্সিলর ছাড়াও পৌর সচিব মো. ইসহাক ভূইয়া, পৌর প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মো. ফজলুর রহমান তার বাজেটে এবারে উন্নয়ন খাতে আয় ও ব্যয় দেখিয়েছেন, (একই) ৮৮ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার ৫২১ টাকা। তবে তিনি জানান, এসব খরচের পরও ব্যাংকে উদ্ধৃত্ত রয়েছে, ৫২ লাখ ৩২ হাজার ৬৭২ টাকা। পৌর মেয়র তার বাজেট উপস্থাপনাকালে শহরের

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer