Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মোবাইল ফোনেই জানুন ট্রেনের অবস্থান-সময়সূচি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮, ২০ এপ্রিল ২০১৫

আপডেট: ০৪:১৭, ৫ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

মোবাইল ফোনেই জানুন ট্রেনের অবস্থান-সময়সূচি

ছবি: বহুমাত্রিক.কম

কুষ্টিয়া: অনেক সময় অনিবার্য কারনবশত ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দেয়। ষ্টেশনে অনির্ধারিত ভাবে অপোয় থাকতে হয় অথচ বাড়ীতে বসেই আপনি কাঙ্খিত ট্রেনটি কোথায় আছে তা জানতে পারেন।

রোববার জনস্বার্থে পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে সাফ‘র আয়োজনে মোবাইলে ট্রেনের অবস্থান জানার নিয়ম সম্বলিত লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক এর পরিচালনায় লিফলেট ক্যাম্পেইন উদ্বোধন করেন ষ্টেশন মাষ্টার মো: শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ষ্টেশনের অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এই সেবাটি পেতে আপনার মোবাইল থেকে এসএমএস করতে হবে। আপনার কাঙ্খিত ট্রেনের আইডি বা ট্রেন কোড দিয়ে এসএমএস করলে ফিরতি এসএমএস বলে দিবে ট্রেনটি কোথায় আছে। এরজন্য আপনাকে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-টিআর(TR)স্পেস ট্রেনের আইডি, তারপর Send করুন ১৬৩১৮ নম্বরে। প্রতি এসএমএস-এ খরচ হবে ৪টাকা(সঙ্গে ভ্যাট)।

Train_Situationট্রেনের আইডি : সুন্দরবন-ঢাকা টু খুলনা-৭২৬ খুলনা টু ঢাকা-৭২৫, চিত্রা- ঢাকা টু খুলনা-৭৬৪ খুলনা টু ঢাকা-৭৬৩, রুপসা-খুলনা টু সৈয়দপুর-৭২৭ সৈয়দপুর টু খুলনা-৭২৮, সীমান্ত- খুলনা টু সৈয়দপুর-৭৪৭ সৈয়দপুর টু খুলনা-৭৪৮, কপোতা- খুলনা টু রাজশাহী-৭১৫ রাজশাহী টু খুলনা-৭১৬, সাগরদাড়ী- খুলনা টু রাজশাহী-৭৬১ রাজশাহী টু খুলনা-৭৬২, মধুমতি- রাজশাহী টু গোয়ালন্দঘাট- ৭৫৬, গোয়ালন্দঘাট টু রাজশাহী- ৭৫৫।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের থানাগুলোর সাথে যোগাযোগ নম্বর সমূহ : সৈয়দপুর- ০১৭১৩৩-৩৯০১৯৫, দিনাজপুর- ০১৭১৩৩-৩৯০১৯৬, পার্বতীপুর- ০১৭১৩৩-৩৯০১৯৭, লালমনিরহাট- ০১৭১৩৩-৩৯০২০১, বোনারপাড়া- ০১৭১৩৩-৩৯০২০৪, সান্তাহার- ০১৭১৩৩-৩৯০২০৮, ঈশ্বরদী- ০১৭১৩৩-৩৯০২০৯, সিরাজগঞ্জ- ০১৭১৩৩-৩৯০২১০, রাজশাহী- ০১৭১৩৩-৩৯০২১২, রাজবাড়ী- ০১৭১৩৩-৩৯০২১৬, পোড়াদহ- ০১৭১৩৩-৩৯০২১৮, খুলনা- ০১৭১৩৩-৩৯০২২২।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer