Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মোংলায় মেট্রোরেলের আরও ১০ বগি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ২০ জুলাই ২০২১

প্রিন্ট:

মোংলায় মেট্রোরেলের আরও ১০ বগি

মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯।

জাপানের কোভে বন্দর থেকে ২ জুলাই ছেড়ে আসা ওই বাণিজ্যিক জাহাজটি মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।পণ্য খালাসের জন্য মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে অবস্থান নিয়েছে মেট্রোরেলের মালামাল বহনকারী জাহাজটি। তবে ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন জাহাজটির সিঅ্যান্ডএফ এজেন্ট। পণ্য খালাস শেষে নদী পথে নেয়া হবে ঢাকার দিয়া বাড়ী এলাকায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ছয়টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজে আরও ছয়টি বগি ও অন্যান্য যন্ত্রাংশ মোংলা বন্দরে খালাস করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer