Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মেহেরপুরে বোমার মতো বস্তুটি এখনও ঘিরে রেখেছে পুলিশ

মেহেরপুর সংবাদদাতা

প্রকাশিত: ১২:৩৭, ৬ ডিসেম্বর ২০১৯

আপডেট: ১২:৫৩, ৬ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

মেহেরপুরে বোমার মতো বস্তুটি এখনও ঘিরে রেখেছে পুলিশ

ছবি- সংগৃহীত

মেহেরপুর :মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে পড়ে থাকা সার্কিটযুক্ত বোমা সদৃশ্য বস্তুটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।বোমা বিশেষজ্ঞ দলের সদস্যদের অপেক্ষায় বৃহস্পতিবার দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে আনছারুল ইসলাস (আলকায়দা) নামের একটি সংগঠনের হাতেলেখা চিরকুট উদ্ধারও হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাগে লাল স্কচ টেপ দিয়ে জড়ানো একটি সার্কিটযুক্ত বস্তু পড়ে থাকতে থেকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে যায় পুলিশের একাধিক দল। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল।

মেহেরপুরের পুলিশ সুপার এস.এম মুরাদ আলী আরটিভি অনলাইনকে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কেউ ব্যাগটি রাখতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বড় ধরনের কিছু নয়।

চিরকুটের বিষয়ে তিনি বলেন, এটি হাতে লেখা একটি চিঠি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধারের জন্য সেনাবাহিনীর পরামর্শ নেওয়া হচ্ছে। যশোর থেকে সেনাবাহিনীর একটি দল দুপুরের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। তারা উদ্ধার করার পর বিষয়টির তদন্তের অগ্রগতি হবে।
জেবি

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer