Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মেঘালয় সীমান্তে আরও একটি সীমান্ত হাট চালুর প্রস্তাব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

মেঘালয় সীমান্তে আরও একটি সীমান্ত হাট চালুর প্রস্তাব

ভারতের মেঘালয় রাজ্যের উপমন্ত্রী প্রেস্টন তাইসং আরও একটি সীমান্ত হাট চালুর প্রস্তাব দিয়েছে।নয়াদিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইমরান এখন চারদিনের অসম ও মেঘালয় সফর করছেন। এই সফরে হাইকমিশনারকে মেঘালয় রাজ্যের উপমন্ত্রী নতুন সীমান্ত হাট ও স্থলবন্দর চালুর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ-ভারত বাণিজ্য আরও শক্তিশালী করতে বাংলাদেশ-মেঘালয় আন্তর্জাতিক সীমান্তে এই স্থলবন্দর চালুর প্রস্তাব দিয়েছে।

অসম ও মেঘালয়ে বাংলাদেশ-ভারত যৌথ ভিত্তিতে যেসব প্রকল্প বাস্তবায়ন করছে, তা সরেজমিনে খোঁজখবর নিতেই হাইকমিশনার দুটি রাজ্য সফর করছেন বলে বার্তায় জানানো হয়। সফরে মেঘালয় রাজ্যের উপমন্ত্রী প্রেস্টন তাইসং ও অসমের গবর্নর জগদিশ মুখির সঙ্গে সাক্ষাত করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer