Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বাড়ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ২৬ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বাড়ছে

ঢাকা : উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা এবং পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত পারে। দেশের ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬০ টির,হ্রাস পেয়েছে ৩৬ টির,অপরিবর্তিত রয়েছে ৫টির, বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ৫ টি এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৫ টি।

এদিকে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্নস্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,জাফলং ১৩০ মিলিমিটার, ঠাকুরগাঁও ১১০ মিলিমিটার, পঞ্চগড় ১০৯ মিলিমিটার, ডালিয়া ৯৬ মিলিমিটার, লালাখাল ৮০ মিলিমিটার, দিনাজপুর ৭১ মিলিমিটার, ভৈরব বাজার ৭০ মিলিমিটার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer