Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মেক্সিকো সীমান্তে সৈন্য মোতায়েনের সময় বাড়াবে যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ১৫ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মেক্সিকো সীমান্তে সৈন্য মোতায়েনের সময় বাড়াবে যুক্তরাষ্ট্র

ঢাকা : যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সৈন্য ও কোস্টগার্ড সদস্য মোতায়েনের সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করতে যাচ্ছে। চলতি মাসের ৩১ তারিখ সৈন্য মোতায়েনের এ সময় শেষ হওয়ার কথা রয়েছে।

সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান। 

পেন্টাগন বলছে, ‘তারা দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থল বন্দরগুলোতে টহল, নজরদারি ও সনাক্তকরণ জোরদার করেছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে অ্যালার্ম তার বসিয়েছে।’
প্রতিরক্ষা দপ্তরের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘তারা আকাশ পথেও এই নজরদারি অব্যাহত রাখবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer