Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মুন্সীগঞ্জে দুর্ঘটনা বেপরোয়া গতির কারণে

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ২৩:১১, ২২ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

মুন্সীগঞ্জে দুর্ঘটনা বেপরোয়া গতির কারণে

মুন্সীগঞ্জ : `বেপরোয়া গতি`র কারণেই মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের সঙ্গে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে।শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম একথা জানান।

তিনি বলেন, যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস দুটিই দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালকরা। এজন্য দুর্ঘটনার আগে উভয় চালকই গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ প্রসঙ্গে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া ও হাইওয়ে পুলিশের শ্রীনগরের হাঁসাড়া ফাঁড়ির ওসি আব্দুল বাসেদ জানান, বেপরোয়া গতি ছাড়াও দুই চালকের অদক্ষতার জন্য দুর্ঘটনাটি ঘটেছে। কারণ বিপরীতমুখী যাত্রীবাহী বাস আসতে দেখেও মাইক্রোচালক গাড়ির গতি কমিয়ে নিরাপদ স্থানে সরে যায়নি। বাসচালকও একই ঘটনা ঘটিয়েছে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer