Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধা আদিবাসী নেতা পদ্মাসেন সিনহাকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ১৪ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুক্তিযোদ্ধা আদিবাসী নেতা পদ্মাসেন সিনহাকে স্মরণ

ছবি: বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : জেলার কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আদিবাসী নেতা ও ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত পদ্মাসেন সিনহা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মাধবপুরে মণিপুরী ললিতকলা একাডেমীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী ফিলাহ পতমীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারম্যান পিডিশন প্রধান সুচিয়ান।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, চা শ্রমিক নেতা সঞ্জয় নুনিয়া, পাঙাল মণিপুরী নেতা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, খাসি সোশ্যাল কাউন্সিল এর সদস্য সাজু মারছিয়াং, সাংবাদিক শাহীন আহমেদ, মণিপুরী যুব কল্যান সভাপতি নিখিল কুমার সিংহ, মনিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি বাবু প্রতাপ কুমার সিংহ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাবু সুজিত সিংহ প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, মনিপুরী তথা আদিবাসীদের উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণে কমলগঞ্জের দক্ষিনাঞ্চলে পদ্মাসেন সিনহার অবদান অবিস্মরনীয়। মহান মুক্তিযুদ্ধেও একজন প্রকৌশলী হিসাবে রণাঙ্গনের ম্যাপ অংকনে তার ভূমিকা উল্লেখযোগ্য। মনিপুরী ও আদিবাসী তরুন প্রজন্মকে মহান এই ব্যক্তির আদর্শকে অনুসরণ করা উচিত।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer