Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মুক্তিযুদ্ধের সংবাদ সৈনিক উপেন তরফদার নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

মুক্তিযুদ্ধের সংবাদ সৈনিক উপেন তরফদার নেই

ঢাকা : প্রখ্যাত বেতার সাংবাদিক এবং আকাশবাণী কলকাতার ‘সংবাদ বিচিত্রা’ অনুষ্ঠানের কিংবদন্তি প্রযোজক উপেন তরফদারের জীবনাবসান হয়েছে। এ প্রয়াণে বাংলাদেশ হারালো আরেক অকৃত্রিম বন্ধুকে।

মঙ্গলবার রাতে কলকাতার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপেন তরফদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দুই পুত্র ও স্ত্রী রেখে গিয়েছেন তিনি।

মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত উপেন তরফদার ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় আকাশবাণীর সংবাদ বিচিত্রা নামের সংবাদভিত্তিক অনুষ্ঠানের প্রযোজক।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের নিযুক্ত উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

৪০ বছরের চাকরি জীবন তিনি শুরু করেন অনুষ্ঠান প্রযোজক হিসেবে।মুক্তিযুদ্ধের সময় আকাশবাণীর সংবাদ বিভাগের তিন কিংবদন্তি প্রণবেশ সেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং উপেন তরফদার। এই তিন গুণির মধ্যে একমাত্র বেঁচে ছিলেন উপেন তরফদার। তিনিও চলে গেলেন মঙ্গলবার রাতে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer