Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মিয়ানমারের প্রশংসা করায় ক্ষোভের মুখে টুইটার প্রতিষ্ঠাতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মিয়ানমারের প্রশংসা করায় ক্ষোভের মুখে টুইটার প্রতিষ্ঠাতা

ঢাকা : রোহিঙ্গা মুসলিমদের নীপিড়নকারী মিয়ানমারের প্রশংসা করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়া টুইটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডোরসে।

এর আগে নভেম্বরে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কয়েকটি টুইটার বার্তায় জ্যাক ডোরসে মিয়ানমার ভ্রমণের প্রশংসা করেন।

ডোরসে লিখেছেন, জন্মদিন উপলক্ষে তিনি ১০ দিনের জন্য গত মাসে মিয়ানমারের উত্তরাঞ্চলে গিয়েছিলেন। সেখানকার অভিজ্ঞতা তার জন্য খুবই সুখকর ছিল। তিনি তার অনুসরণকারীদের মিয়ানমারের বেড়াতে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মিয়ানমার অত্যন্ত সুন্দর দেশ। সেখানকার মানুষরা খুবই উচ্ছ্বল। সেখানকার খাবার অসাধারণ। রোহিঙ্গাদের উপেক্ষা করায় তার সমালোচনা শুরু হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer