Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মিয়ানমার থেকে ফিরেছেন ৪১ জন বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ২৪ মার্চ ২০২২

আপডেট: ০০:১৩, ২৪ মার্চ ২০২২

প্রিন্ট:

মিয়ানমার থেকে ফিরেছেন ৪১ জন বাংলাদেশি

ছবি- সংগৃহীত

মিয়ানমারের কারাগারে সাজাভোগকারী ৪১ জন বাংলাদেশী নাগরিককে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার মিয়ানমারের অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। গত বছরের ৬ মে হতে এই ৪১ জন মিয়ানমারের বিভিন্ন কারাগারে মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর প্রচেষ্টা চালিয়ে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করে।

তারই ধারাবাহিকতায় (বাংলাদেশ সময়) আজ সকাল পোনে ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে মংডু পয়েন্ট নামক স্থানে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক এবং মিয়ানমার বিজিপি’র নম্বর (১) ব্রাঞ্চ অধিনায়ক, পিইন ফিউ, এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, এ পতাকা বৈঠকে ১৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপি’র ৯ (নয়) সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমার বিজিপি’র নম্বর (১) ব্রাঞ্চ অধিনায়ক, পিইন ফিউ, লে. কর্ণেল কাও না ইয়াং শো। পতাকা বৈঠকে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দল মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের অপরাধে মিয়ানমারের কারাগারে সাজাভোগ করে আসছিল। মিয়ানমার হতে ফেরত আনা ৪১ জনকে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer