Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মিয়ানমার থেকে এলো ৩০ হাজার মণ পেঁয়াজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

মিয়ানমার থেকে এলো ৩০ হাজার মণ পেঁয়াজ

মিয়ানমার থেকে একদিনে ৩০ হাজার মণ পেঁয়াজ টেকনাফ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছেছে।টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন বলেন, ‘সোমবার মিয়ানমার থেকে ১১০৩.১৭১ মেট্রিক টন (প্রায় ৩০ হাজার মণ) পেঁয়াজ আমদানি হয়েছে।’

সংশ্লিষ্টরা জানায়, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজগুলো টেকনাফ স্থলবন্দরে খালাস হওয়ার পর ট্রাক ভর্তি করে সেগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জ আড়তে নিয়ে যায় ব্যবসায়ীরা। সেখান থেকে একাধিক হাত বদলে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজ সরবরাহ হচ্ছে।

এখনও বন্দরে এক হাজার মেট্রিক টন পেঁয়াজ নিয়ে খালাসের অপেক্ষায় ট্রলারগুলো নোঙর করা আছে। পাশাপাশি, মিয়ানমার থেকে আরও কয়েকশ’ মেট্রিক টন পেঁয়াজ ভর্তি একাধিক ট্রলার স্থলবন্দরের পথে রওনা দিয়েছে। বন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. হাশেমের দাবি, ব্যবসায়ীরা মিয়ানমারের পেঁয়াজের দাম বাড়িয়েছে। তাই বাড়তি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। তবে পেঁয়াজের দাম কমাতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘এখনও আগের মতো মিয়ানমার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন আমদানিকারকরা। আমরা আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাসে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer